ধামইরহাটে দুই রাসেল ভাইপার সাপ মারল গ্রামবাসী
নওগাঁর ধামইরহাটে দুটি রাসেল ভাইপার সাপ আটক করে মেরে ফেলেছে গ্রামবাসী। জানা গেছে, গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ছালিগ্রাম (রসুলবিল) গ্রামের কৃষক মো. সাইফুল ইসলামের কলা বাগানে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পায় গ্রামবাসী।
সাইফুল ইসলাম গ্রামবাসীকে নিয়ে সাপটিকে আটক করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে গ্রামবাসী সাপটিকে মেরে ফেলে।
ছালিগ্রাম আত্রাই নদীর পূর্ব পাশে অবস্থিত। অপরদিকে কয়েক দিন পূ্র্বে উপজেলার উমার ইউনিয়নের খড়মপুর বড় সাঁকো নামক মাঠে ধান কাটার সময় কৃষি শ্রমিকরা একটি রাসেল ভাইপার সাপ আটক করে মেরে ফেলে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, এ ব্যাপারে কেউ তাকে কোনো কিছু জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি।
Post a Comment
0Comments