টাটা প্রাইভেট কার ( ম্যানুয়াল গিয়ার ) ড্রাইভার নিয়োগ

0
টাটা প্রাইভেট কার ( ম্যানুয়াল গিয়ার ) ড্রাইভার নিয়োগ


 

ঠিকানা: সিটি কমপ্লেক্স, আশকোনা হাজী ক্যাম্প, এয়ারপোর্ট, ঢাকা 

Employer: মো: শওকত হোসেন

Role:
Private Driver
Job type:
Full Time
Salary per month:
Tk 23,000 - 24,000
Required education:
High School
Required work experience (years): 5









Employer Website: https://www.rmfsocialmedia.com



ড্রাইভার নিয়োগ হবে। টাটা প্রাইভেট কার ( ম্যানুয়াল গিয়ার)। প্রার্থীকে অবশ্যই ৫-৬ বছরের প্রাইভেট কার ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা শহরে কমপক্ষে ৫ বছর প্রাইভেট কার ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। খুব ভালো ম্যানুয়াল গিয়ার এর গাড়ী চালাতে জানতে হবে। নতুন গাড়ী, তাই অত্যন্ত যত্ন সহকারে গাড়ী চালাতে হবে। কোনো নতুন বা আনাড়ি ড্রাইভার গ্রহণযোগ্য নয়। কোন ট্রাক বা পিকআপ ড্রাইভার আবেদন করবেন না। শুধুমাত্র প্রাইভেট কার ড্রাইভার আবেদন করবেন। প্রার্থীকে অত্যন্ত নম্র-ভদ্র ও বিনয়ী হতে হবে। অভিভাবক থাকতে হবে। ড্রাইভারকে আমার এলাকায় বাসা ভাড়া নিয়ে (ফ্যামিলি সহ) থাকতে হবে। দীর্ঘদিন চাকরী করার মতো সৎ মানসিকতা নিয়ে আসতে হবে। সবকিছু মিলিয়ে মাসিক ফিক্সড বেতন ২৩,০০০ হাজার টাকা। ফিক্সড বেতনের বাহিরে আর কোন টাকা নেই। সাপ্তাহিক ছুটি ২ দিন। চাকরীর বয়সবছর হলেই ঈদ বোনাস ১৩,০০০ হাজার টাকা। প্রতি বছর হাজার টাকা বেতন বাড়বে।
কল করার আগে ভালো করে বিজ্ঞাপনটি খুব ভালো করে পড়ে ও বুঝে তারপর কল করবেন। ০৭/১/২০২৪ থেকেই ড্রাইভার নিয়োগ হবে।  যোগাযোগ: শওকত স্যার
ঠিকানা: সিটি কমপ্লেক্স, আশকোনা হাজী ক্যাম্প, এয়ারপোর্ট, ঢাকা  Contact Info Call Me : 





 টাটা গাড়ি ড্রাইভার চাকরি নিয়োগ সাভার ঢাকা 




Employer:



Job type:Full Time
Salary per month:Tk 18,000 - 19,000
Required education:
High School
Required work experience (years):2
Employer Website: https://www.rmfsocialmedia.com





About the role


১) ডিউটি সময় সকাল ৯:০০-রাত ৯:০০ টা। ১২ ঘন্টা ডিউটির পর ডিউটি ওভারটাইম হিসেবে গণ্য করা হবে।

২) অতিরিক্ত ডিউটি করা এবং গাড়ী থেকে মালামাল উঠানো ও নামানোর কাজে সহযোগিতা করার মানসিকতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

৩) বাসা ও অফিসে ডিউটি, গাড়ী চালানো ছাড়াও মাঝে মাঝে বাইক চালানো ও অফিসের অন্যান্য কাজে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে ।

৪) মাসে  দিন ছুটি, ছুটির দিনের বেশী ডিউটি করলে ওভার টাইম/তিনদিনের টাকা প্রদান করা হবে ।

৫) প্রাইভেট কার চালানো ছাড়াও বাইক, পিকআপ চালানোর মানসিকতা থাকতে হবে।

৬) জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্থানীয় ওয়াড কমিশনার/চেয়ারম্যান সনদ, গন্যমান্য ২ জন ব্যাক্তির রেফারেন্স, পরিবার প্রধানের ফোন নম্বর প্রদান করতে হবে ।

৭) ঢাকার রাস্তায় নুণ্যতম ২ বছর গাড়ী চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

৮) ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড থাকতে হবে।

৯) ৩ মাস সন্তোষজনভাবে চাকরী করলে চাকরীতে স্থায়ী করা হবে। স্থায়ী করণের ৬ মাস পর ঈদে বেসিকের সম পরিমান বোনাস প্রদান করা হবে।

১০) উপরের শর্তাবলী পরে বুঝে আবেদন করুন। অযথা ফোন করে সময় নষ্ট করবেন না। 
Contact Info Call Me : 










Post a Comment

0Comments

Post a Comment (0)