ভারতকে ভয় পাবে দক্ষিণ আফ্রিকা’

0

 

ভারতের বোলাররা বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন জসপ্রীত বুমরা। সঙ্গে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল তো আছেনই। ভারতের এমন বোলিং আক্রমণের সামনে দক্ষিণ আফ্রিকাকে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কঠিন পরীক্ষা দিতে হবে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সেমিফাইনাল ম্যাচে বড় জয়ের পর নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি রোহিতদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ভারত ফাইনালে জায়গা করে নেওয়ার যোগ্য দাবিদার। আমি অনেক দিন ধরেই বলে আসছি, তাদের সর্বশেষ দুটি বিশ্বকাপ জেতা উচিত ছিল। এই বিশ্বকাপও তাদের জেতা উচিত।’


এই উড়তে থাকা ভারতকে থামাতে হলে প্রোটিয়াদের কি করতে হবে, সেটাও বলেছেন পাকিস্তানের এই স্পিড স্টার, ‘যদি দক্ষিণ আফ্রিকা টসে জিতে, তাহলে তাদের আগে ব্যাটিং করা উচিত। তাহলে তাদের কিছুটা হলেও জয়ের সম্ভাবনা থাকবে।’ তবে শোয়েব এ কথাও বলেছেন, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে আগামীকালের ফাইনাল খেলতে নামার আগে ভয়ে থাকবে।

তাঁর মুখেই শুনুন, ‘ওরা প্রথমবারের মতো ফাইনাল খেলছে। ভারতের এই পারফরম্যান্সের (ইংল্যান্ডের বিপক্ষে) পর দক্ষিণ আফ্রিকা ভয়ে থাকবে। এই স্পিনারদের সামনে কে রান করবে। ভারতের এ ম্যাচটা জেতা উচিত।’

আরও পড়ুন

Post a Comment

0Comments

Post a Comment (0)