সোমবার (৫ আগস্ট) ক্যান্টনমেন্ট থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করেন, সাম্প্রতিক সহিংসতায় প্রতিটা হত্যার বিচার হবে। প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।
এসময় ভাঙচুর ও সংঘর্ষ পরিহার করে সবাইকে নিয়ে একসাথে কাজ করা ও দেশের সুন্দর ভবিষ্যত বিনির্মানের প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান।
উল্লেখ্য, সেনাবাহিনী ও পুলিশ আর কোনো গুলি করবে না উল্লেখ করে চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই কেবল সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। বক্তব্যের শেষে আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রজনতা ও সাধারণ জনগণকে ঘরে ফিরে যাবার আহ্বান যান সেনাপ্রধান।
Post a Comment
0Comments