Employer:
Job type:Full Time
Salary per month:Tk 18,000 - 19,000
Required education:
High School
Required work experience (years):2
Employer Website: https://www.rmfsocialmedia.com
About the role
১) ডিউটি সময় সকাল ৯:০০-রাত ৯:০০ টা। ১২ ঘন্টা ডিউটির পর ডিউটি ওভারটাইম হিসেবে গণ্য করা হবে।
২) অতিরিক্ত ডিউটি করা এবং গাড়ী থেকে মালামাল উঠানো ও নামানোর কাজে সহযোগিতা করার মানসিকতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
৩) বাসা ও অফিসে ডিউটি, গাড়ী চালানো ছাড়াও মাঝে মাঝে বাইক চালানো ও অফিসের অন্যান্য কাজে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে ।
৪) মাসে ৫ দিন ছুটি, ছুটির দিনের বেশী ডিউটি করলে ওভার টাইম/তিনদিনের টাকা প্রদান করা হবে ।
৫) প্রাইভেট কার চালানো ছাড়াও বাইক, পিকআপ চালানোর মানসিকতা থাকতে হবে।
৬) জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্থানীয় ওয়াড কমিশনার/চেয়ারম্যান সনদ, গন্যমান্য ২ জন ব্যাক্তির রেফারেন্স, পরিবার প্রধানের ফোন নম্বর প্রদান করতে হবে ।
৭) ঢাকার রাস্তায় নুণ্যতম ২ বছর গাড়ী চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৮) ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড থাকতে হবে।
৯) ৩ মাস সন্তোষজনভাবে চাকরী করলে চাকরীতে স্থায়ী করা হবে। স্থায়ী করণের ৬ মাস পর ১ ঈদে বেসিকের সম পরিমান বোনাস প্রদান করা হবে।
১০) উপরের শর্তাবলী পরে বুঝে আবেদন করুন। অযথা ফোন করে সময় নষ্ট করবেন না। Contact Info Call Me :
Post a Comment
0Comments