মানুষ বর্তমান সময়ে মানুষের কাছে সন্তান-সন্তুতি, ধন-সম্পদ কামনা করে। অথচ এর কোনোটিই মানুষ কাউকে দিতে পারে না। যা সরাসরি শিরক। বৃদ্ধ বয়সে হজরত ইবরাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তাঁকে নেক পুত্র সন্তান দান করলেন। যা বিস্তারিত এসেছে সুরা সফফাতে।
আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য হজরত ইবরাহিম আলাইহিস সালামের পুত্রসন্তান লাভের এ আবেদনটি তুলে ধরেছেন। যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি তুলে ধরা হলো-
উচ্চারণ : রাব্বি হাবলি মিনাস সালিহিন।’
(সুরা সাফফাত : আয়াত ১০০)
অর্থ : হে আমার লালন পালনকারী! আমাকে এক সৎপুত্র দান করুন।
সৃষ্টির কাছে কোনো কিছু কামনা নয়। বরং আল্লাহ তাআলা নিকট চাওয়াই হলো ইবাদাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল চাওয়া-পাওয়া তাঁর মহান দরবারে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।
Post a Comment
0Comments